ইসদাইরের রাবেয়া হোসেন স্কুলের এডহক কমিটির দায়িত্ব পেলেন মশিউর রনি


Better Narayanganj প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৫, ৮:২২ পূর্বাহ্ন / ১০০০
ইসদাইরের রাবেয়া হোসেন স্কুলের এডহক কমিটির দায়িত্ব পেলেন মশিউর রনি

ইসদাইরের রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেখে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে পদ পেয়েছেন আব্দুস সোবহান, অভিভাবক সদস্য হয়েছেন মো. কামরুজ্জামান ও সদস্য সচিব হয়েছেন বর্তমান প্রধান শিক্ষক।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,  বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং- ৭৩-আইন/২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী নিম্নলিখিত সদস্যবৃন্দ সমন্বয়ে গঠিত ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়-এর এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ থেকে ০৬ (ছয়) মাস পর্যন্ত বলবৎ থাকবে। এ মেয়াদকালের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। এ কমিটির মেয়াদকালের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে ব্যর্থ হলে বিদ্যালয়ের অনুমতি/স্বীকৃতি বাতিলসহ শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতাদি বন্ধ করা হবে।