জাতীয় পর্যায়ে মেয়েদের ভলিবলে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ কলেজ


Better Narayanganj প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৫, ২:৩৩ অপরাহ্ন / ১০০০
জাতীয় পর্যায়ে মেয়েদের ভলিবলে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে মেয়েদের ভলিবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ কলেজ। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সাভারের বিকেএসপি মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজকে ২-০ সেটে পরাজিত করে এ গৌরব অর্জন করে নারায়ণগঞ্জ কলেজ।

এটি নারায়ণগঞ্জ কলেজের মেয়েদের প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে অংশগ্রহণ এবং সেই সঙ্গে প্রথম শিরোপা জয়। এর আগে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করে তারা।

জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় দেশের আটটি বিভাগের চ্যাম্পিয়ন টিম অংশ নেয়। শুক্রবার সকালেই কোয়ার্টার ফাইনালে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন দলকে ২-০ সেটে হারিয়ে সেমিফাইনালে ওঠে নারায়ণগঞ্জ কলেজ। এরপর সেমিফাইনালে সিলেট সরকারি মহিলা কলেজকে ২-১ সেটে হারিয়ে জায়গা করে নেয় ফাইনালে।