বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা হোক তা আমরা চাই না। আমাদের মনে রাখতে, সাংবাদিকদের সবসময় সত্যের পথে থাকতে হবে।
মঙ্গলবার রাত পৌণে ১০টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়স্থ বালুরমাঠ এলাকায় রূপসী বাংলা রেস্টুরেন্টে আয়োজিত সুধী সম্মেলনে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘নিউজ নারায়ণগঞ্জ’ এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।
কাদের গনি চৌধুরী বলেন, ‘দেশ ও দেশবাসীর প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। সাংবাদিকদের মিথ্যার সঙ্গে আপোষ করা যাবে না। সাংবাদিকদের ডিকশনারিতে আপোষ বলতে কোনো কথা নাই। সাংবাদিকতা কঠিন পেশা, কষ্টের পেশা। সাংবাদিকদের জাতির বিবেক বলা হয়। সাংবাদিকদের যখন সাংঘাতিক বলা হয় তখন আমাদের কাছে খুব খারাপ লাগে। তবে এর জন্য আমরা নিজেরাই দায়ী।’
তিনি বলেন, সংবাদ মাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়। এর মাধ্যমে সমাজের চিত্র পাওয়া যায়। আমরা যদি সত্যিকার অর্থে সাংবাদিকতা করতে পারি তাহলে মানুষ সংবাদপত্র দ্বারা উপকৃত হবে। পূর্বে সংবাদপত্রগুলো সত্য প্রকাশ করতে পারেনি। তাই শেখ হাসিনা স্বৈরশাসন কায়েম করতে পেরেছেন। এতদিন সরকারি বাধার কারণে নিউজ লিখতে পারে নি। র্যাব যে প্রেস রিলিজ দিতো তা আমরা হুবহু লিখে দিতাম। এটা সাংবাদিকতা নয়। এটাকে দলদাস বলে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে আগামীতে আর কোনো ফ্যাসিস্ট জন্ম দিতে পারে না।
এ দিন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলায় নারায়ণগঞ্জের আহত চার গণমাধ্যম কর্মীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
নিউজ নারায়ণগঞ্জের এডিটর ইন চিফ শাহজাহান শামীমের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক তানভীর হোসেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল প্রমুখ।
আপনার মতামত লিখুন :