বিশেষ ছাড় ও সুবিধায় নাসিকের ১৫ দিনব্যাপী পৌরকর মেলা শুরু


Better Narayanganj প্রকাশের সময় : জুন ১৬, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন / ১০০০
বিশেষ ছাড় ও সুবিধায় নাসিকের ১৫ দিনব্যাপী পৌরকর মেলা শুরু

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) আয়োজনে ১৫ দিনব্যাপী পৌরকর মেলা শুরু হয়েছে। সোমবার (১৬ জুন) সকালে নগর ভবনের সামনে অস্থায়ী স্টলে এ মেলার কার্যক্রম শুরু হয়। করদাতাদের আগ্রহ বাড়ানো এবং রাজস্ব আয় বৃদ্ধি লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।

নাসিক কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলমান এ মেলায় করদাতাদের জন্য বিশেষ ছাড় ও নানা রকম সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

মেলায় প্রদত্ত সুবিধাসমূহের মধ্যে রয়েছে, বকেয়া কর এককালীন পরিশোধে শর্তসাপেক্ষে শতকরা ২৫% ছাড়, তাৎক্ষণিক কর বিভাজন ও নামজারী, নতুন হোল্ডিং তৈরি ও আদায়ের ব্যবস্থা, হোল্ডিং সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান, এককালীন পানির বিল পরিশোধে সারচার্জ মওকুফ, পানির গ্রাহকের নাম পরিবর্তন ও অবৈধ সংযোগ বৈধকরণ।

নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, এর আগেও পৌরকর মেলা অনুষ্ঠিত হয়েছে। তবে এবার বড় পরিসরে এই আয়োজন করা হয়েছে। মেলার মূল উদ্দেশ্য হচ্ছে বকেয়া কর আদায়ের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি করা। প্রথম দিন নগরবাসীর উপস্থিতি তুলনামূলক কম থাকলেও আমরা আশাবাদী, ধীরে ধীরে অংশগ্রহণ বাড়বে।