জেলা প্রশাসনের সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মতবিনিময়


Better Narayanganj প্রকাশের সময় : জুন ২০, ২০২৫, ১০:০৮ অপরাহ্ন / ১০০০
জেলা প্রশাসনের সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মতবিনিময়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেছেন। শুক্রবার (২০ জুন) দিনব্যাপী এ সফরে তার সঙ্গে ছিলেন এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. এরফানুল হক।

সকালে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা ফুলেল শুভেচ্ছায় সিনিয়র সচিবকে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পরিদর্শনের অংশ হিসেবে সিনিয়র সচিবকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলা প্রশাসনের চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিকসেবা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সফরের এক পর্যায়ে সিনিয়র সচিব জেলার ঐতিহাসিক নিদর্শন হাজীগঞ্জ দুর্গ পরিদর্শন করেন এবং পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে একটি নারিকেল গাছের চারা রোপণ করেন। পরে তিনি নারায়ণগঞ্জ-চাষাড়া লিংক রোডের সড়কদ্বীপে গোলাপী ট্রাম্পেট গাছের চারা রোপণ করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন জাতের ফুল ও বৃক্ষরোপণের কার্যক্রম চলমান রয়েছে।

দিনব্যাপী কর্মসূচির বিভিন্ন অংশে অংশগ্রহণ শেষে সিনিয়র সচিব জেলার সার্বিক অগ্রগতি, পরিবেশ সংরক্ষণ ও নাগরিকসেবা উন্নয়নে জেলা প্রশাসনের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে উৎসাহিত করেন।