নারায়ণগঞ্জে হত্যা মামলায় যুবকের কারাদণ্ড


Better Narayanganj প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৫, ১:১০ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে হত্যা মামলায় যুবকের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় এনজিও কর্মকর্তা হত্যা মামলায় মো. হান্নান (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান।

তিনি বলেন, ২০২০ সালের ৭ সেপ্টেম্বর সোনারগাঁ থানার দায়ের করা একটি হত্যা মামলা একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই এই মামলায় অভিযুক্ত অপর দুইজনকে খালাস দেওয়া হয়েছে।