মস্কো উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘মাস্তুল’


Better Narayanganj প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৫, ২:৩৮ অপরাহ্ন / ১০০০
মস্কো উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘মাস্তুল’

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ঢাকার চলচ্চিত্র ‘মাস্তুল’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান। গতকাল বুধবার বিকেলে মূল প্রতিযোগিতা বিভাগসহ উৎসবের বিভিন্ন বিভাগের ছবির নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ।

উৎসবের ৪৭তম আসর শুরু হচ্ছে ১৭ এপ্রিল। আট দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ২৪ এপ্রিল। এতে ঢাকার ‘মাস্তুল’ ছাড়া থাকছে রাশিয়া, কোরিয়া, স্পেন, আর্জেন্টিনা, জার্মান, তুরস্কসহ বিভিন্ন দেশের মোট ১১ সিনেমা।

এর আগে ‘আম কাঁঠালের ছুটি’ বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান। উৎসবে যোগ দিতে এপ্রিলের মাঝামাঝি সময়ে মস্কোয় যাওয়ার পরিকল্পনা আছে বলে জানান নির্মাতা। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে উৎসবের পোস্টার শেয়ার করেছেন নির্মাতা। পোস্টারটি তৈরি করেছেন শিল্পী ধ্রুব এষ।

সিনেমাটির পটভূমি নিয়ে নূরুজ্জামান বলেন, ‘আমার বেড়ে ওঠা নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। ছোটবেলা থেকেই জাহাজিদের জীবনের নানা কর্মকাণ্ড দেখে আসছি। খুব ইচ্ছা ছিল তাঁদের জীবনচিত্র ক্যামেরার ফ্রেমে বন্দী করার। “মাস্তুল”–এর মাধ্যমে সেই সুযোগ পেয়ে তা আর হাতছাড়া করলাম না।’

‘মাস্তুল’ চলচ্চিত্রের দৃশ্যছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

গত ২৪ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো কর্তন ছাড়াই ছাড়পত্র পেয়েছে ‘মাস্তুল’। সিনেমাটির মুক্তির পরিকল্পনা জানতে চাইলে নির্মাতা বলেন, ‘আমরা গত বছরই “মাস্তুল”–এর সব কাজ শেষ করেছি। দেশের বাইরে এই সিনেমার সাউন্ডের কাজ হয়েছে। এবার যেহেতু মুক্তির আনুষ্ঠানিক অনুমতি পাওয়া গেল, তাই সামনে সুবিধাজনক একটা সময়ে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।’

‘মাস্তুল’–এ জাহাজের বাবুর্চির চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, শিকদার মুকিত, জুলফিকার চঞ্চল ও শিশুশিল্পী আরিফ।

‘সিনেমাকার’ প্রযোজিত এই চলচ্চিত্রের কাস্টিং ডিরেক্টর ‘আদিম’খ্যাত নির্মাতা যুবরাজ শামীম এবং চিত্রগ্রহণে ছিলেন মোহাম্মদ আরিফুজ্জামান। পরিচালনা ও প্রযোজনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য রচনা, সম্পাদনা ও সাউন্ড ডিজাইন করেছেন নির্মাতা নিজেই। সিনেমার প্রমোশন ও ডিজিটাল ডিস্ট্রিবিউশনে আছে টঙঘর টকিজ।

এর আগে ৪৪তম আসরে যুবরাজ শামীমের ‘আদিম’, ৪৫তম আসরে নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ ও ৪৬তম আসরে আসিফ ইসলামের ‘নির্বাণ’ এই উৎসবে নির্বাচিত ও প্রদর্শিত হয়। এরও আগে ফারুকীর ‘ডুব’ ও ‘শনিবার বিকেল’ এবং ইন্দ্রনীল রায় চ্যাটার্জির ‘মায়ার জঞ্জাল’ নির্বাচিত হয়েছিল। এর মধ্যে ‘আদিম’ ও ‘নির্বাণ’ পুরস্কার পেয়েছে।