সোনারগাঁও থানা মহিলা দল সভানেত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ


Better Narayanganj প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৫, ৪:১৩ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁও থানা মহিলা দল সভানেত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ

সোনারগাঁও থানা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে সোনারগাঁও পৌরসভার গোয়ালদী গ্রামে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সোনারগাঁও থানা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার বলেন, যার যার সামর্থ্য অনুযায়ী নিজেদের অবস্থান থেকে অসহায় গরিবদের পাশে দাঁড়ানো উচিত।

এর আগে রাষ্ট্র-কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফার গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

পরে উপস্থিত দুস্থ অসহায় নারীদের মাঝে ঈদ উপসামগ্রী বিতরণ করা হয়।