পূর্ব শত্রুতার জেরে দু’দফায় বাবা মা মেয়েটি পিটিয়ে রক্তাক্ত জখম


Better Narayanganj প্রকাশের সময় : জুন ১৬, ২০২৫, ৯:৪২ অপরাহ্ন / ১০০০
পূর্ব শত্রুতার জেরে দু’দফায় বাবা মা মেয়েটি পিটিয়ে রক্তাক্ত জখম

পূর্ব শত্রুতার জের ধরে দুই দফায় বাড়িতে হামলা ভাঙচুর ও একই পরিবারের বাবা মা ও মেয়েকে পিটিয়ে আহত করা হয়েছে। রোববার ১৫জুন ফতুল্লা স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন নয়ামাটি এলাকার মৃত পিয়ার আলীর ছেলে আবুল হোসেন (৫০), আবুল হোসেনের স্ত্রী মারজিয়া আক্তার (৪৩) ও মেয়ে মুনিয়া আক্তার (২৫)। এ ঘটনায় আহত মুনিয়া আক্তার বাদী হয়েছে ফতুল্লা মডেল থানায় এবং র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডারের কাছে পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।

পৃথক দুটি অভিযোগে আশিক, মাসুম প্রধান, রতন, সাইদ প্রধান, আরিফ, শরীফ, রীমা, শিল্পী বেগম, শাহিনুর বেগম ও বিউটি সহ মোট ৯জনকে আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও আসামিরা একই এলাকার প্রতিবেশী। পূর্ব শত্রুতার জেড় ধরে গত ২ জুন রাত আনুমানিক সোয়া ৯টায় আরিফ ও মাসুম প্রধান তাদের বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ ও লাটিসেটা দিয়ে বাড়ির টিনের বেড়া ভেঙে দেয়। এ সময় আবুল হোসেন ও তার স্ত্রী মারজিয়া বাইরে এসে বাধা দিলে তাদেরকে এলোপাতারি কুল ঘুষি মেরে নীলাফুলা জখম করে।

সেই সাথে অভিযুক্ত রতন ও আরিফ তাদের প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে। এ ঘটনায় মুনিয়া আক্তার বাদী হয়ে ৩ জুন ফতুল্লা মডেল থানায় উল্লেখিত ৪জনের নামে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের রেশ ধরে ১৫জুন তাদের উপর পুনরায় হামলা চালিয়ে মুনিয়া সহ তার বাবা আবুল হোসেন এবং মা মারজিয়াকে লাঠি ও বাঁশ দিয়ে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা প্রদান করেন। বর্তমানে তাদের পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।