রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেপ্তার


Better Narayanganj প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ১ নম্বর ওয়ার্ডের কিনা ইমদীর ছেলে সোহেল, জাহাঙ্গীরের ছেলে চান মিয়া এবং খালেকের ছেলে মনির হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী।

ওসি লিয়াকত আলী জানান, শনিবার রাতে পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ঘাট এলাকায় ১০-১২ জনের একটি ডাকাতদল নদীতে চলাচলরত জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।

এ সময় তাদের থেকে বিভিন্ন সময়ে লুট হওয়া বেশ কয়েকটি জাহাজের ব্যাটারি ও দেশীয় বিভিন্ন অস্ত্র জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।