বন্দরে বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ আটক ১


Better Narayanganj প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৫, ৩:১৫ অপরাহ্ন / ১০০০
বন্দরে বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ আটক ১

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারকৃত মাদক কারবারির মনির সরদার (৩২), শরীয়তপুরের পালং মডেল থানার ডুমসার এলাকার মৃত জামান সরদারের ছেলে।

জানা গেছে, রোববার (২০ এপ্রিল) রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় অবস্থিত রাফি ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী বলেশ্বর পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-৯৯৪২) বাসে তল্লাশি চালিয়ে মনির সরদারকে ইয়াবাসহ আটক করা হয়।

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল আহমেদ দীপু বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন। পরে সোমবার (২১ এপ্রিল) দুপুরে মনির সরদারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মনির সরদার দীর্ঘদিন ধরে অবাধে ইয়াবা ব্যবসায় জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।