বন্দরে জুট গোডাউনে অগ্নিকাণ্ড, ব্যবসায়ীর দাবি পরিকল্পিত


Better Narayanganj প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৫, ৩:২৭ অপরাহ্ন / ১০০০
বন্দরে জুট গোডাউনে অগ্নিকাণ্ড, ব্যবসায়ীর দাবি পরিকল্পিত

নারায়ণগঞ্জের বন্দরে একটি জুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) ভোররাত ৪টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় এডভোকেট মাহমুদার ভাড়াটিয়া গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোডাউনে রক্ষিত জুট সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জুট ব্যবসায়ী মিম্বর হোসেন। তিনি জানান, পুড়ে যাওয়া জুটের বাজারমূল্য ছিল প্রায় ৬ লাখ টাকা।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ী মিম্বর হোসেন গণমাধ্যমকে বলেন, আমি দীর্ঘদিন ধরে জুট ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসায়িক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে আমার গোডাউনে অগ্নিসংযোগ করেছে। এতে আমার প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় বন্দর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

বন্দর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং স্থানীয়দের সহায়তায় ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।