দীর্ঘ ২৬ বছর পর ধরা পড়ল আড়াইহাজারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি


Better Narayanganj প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৫, ৩:২৬ অপরাহ্ন / ১০০০
দীর্ঘ ২৬ বছর পর ধরা পড়ল আড়াইহাজারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি

আড়াইহাজার থানায় ১৯৯৯ সালে দায়ের হওয়া একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জহিরুল ইসলামকে (৪৫) দীর্ঘ ২৬ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার দুপুরে গোপন তথ্যের মাধ্যমে আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকায় থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ১৯৯৯ সালে আড়াইহাজার থানায় মামলা নং- ৫(৩)৯৯, ধারা ৩৯৩/৩০২/৩৪ এর অধীনে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই জহিরুল আত্মগোপনে চলে যান। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন।

গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম আড়াইহাজার বাজবী এলাকার মৃত আব্দুল জলিল’র ছেলে। সে বর্তমানে রাজধানীর আশুলিয়া বাইপাইল এলাকায় থাকতেন।

এই বিষয়ে নিশ্চিত করেন র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন তিনি জানান, আমাদের গোয়েন্দা তথ্য ও চৌকস অভিযানিক টিমের সমন্বয়ে দীর্ঘদিন পলাতক থাকা এই আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। গ্রেপ্তারের পর জহিরুল ইসলামকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।