লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাকে অভ্যর্থনা জানাতে ঢাকার রাজপথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৬ মে) ভোর থেকেই নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল নেতাকর্মীরা বনানী কবরস্থান গেইটে অবস্থান নেন।
খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে তাকে শুভেচ্ছা জানাতে বনানী কবরস্থান গেইটে জড়ো হন কৃষকদলের নেতাকর্মীরা। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সেখানে অবস্থান নেন মহানগর কৃষকদল । দলের শীর্ষ নেত্রীর আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
এর আগে সকাল ১০ টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ চার মাস পর লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খালেদা জিয়া।
এসময় উপস্থিত ছিলেন: মহানগর কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি নাজমুল কবির নাহিদ, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দীকি হাসান, দফতর সম্পাদক শওকত খন্দকার, সহ সাধারণ সম্পাদক এস.এম রাজু আহমেদ, সদর থানা কৃষকদলের সাবেক সভাপতি রানা মুজিব, সাধারণ সম্পাদক রানা মুন্সী, ফারুক, লিটন সহ নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :