এয়ারপোর্ট থেকে সোনারগাঁয়ের ইউপি চেয়ারম্যান ইঞ্জি: মাসুম আটক


Better Narayanganj প্রকাশের সময় : মে ১২, ২০২৫, ৩:১১ অপরাহ্ন / ১০০০
এয়ারপোর্ট থেকে সোনারগাঁয়ের ইউপি চেয়ারম্যান ইঞ্জি: মাসুম আটক

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (১২ মে) সকালে একটি ফ্লাইটে হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমরান।

পুলিশ সূত্রে জানা যায়, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র ও জনতার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়। আটকের পর তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।