গিয়াসউদ্দিনকে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে প্রার্থী করার দাবি


Better Narayanganj প্রকাশের সময় : মে ২৪, ২০২৫, ১০:২৬ অপরাহ্ন / ১০০০
গিয়াসউদ্দিনকে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে প্রার্থী করার দাবি

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন সোনারগাঁ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।

শনিবার (২৪ মে) বিকেলে সোনারগাঁয়ের পানাম নগরে তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ গিয়াসউদ্দিন। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল।

সভায় গিয়াসউদ্দিন বলেন, আমি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির একজন সদস্য। সেই সুবাদে আমার রাজনীতির ক্ষেত্র পুরো বাংলাদেশজুড়ে। সোনারগাঁয়ে আমার দীর্ঘদিনের সম্পর্ক, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব রয়েছে। এখানকার মানুষের সঙ্গে আমার আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে। আপনাদের এই আন্তরিকতা ও আস্থার জন্য আমি কৃতজ্ঞ।

তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপি বিজয়ী হয়েছিল। আবার সেই বিজয়ের পুনরাবৃত্তি ঘটাতে আমাদের সংগঠিত হয়ে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে। এ সময়ে দলের ভেতরে লোভী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কিছু লোকের কারণে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমাদের উচিত জনগণের আস্থা ও ভালোবাসা ফিরিয়ে আনা।

সভায় গিয়াসউদ্দিন আরও বলেন, আপনারা দাবি করেছেন আমি যেন নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচনে দাঁড়াই—আপনারা এ দাবি করতেই পারেন। তবে প্রার্থী মনোনয়ন দেওয়ার দায়িত্ব আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের, এবং সর্বোপরি আল্লাহর ফয়সালা। আমি চাই, সোনারগাঁয়ে একটি শক্তিশালী সংগঠন গড়ে উঠুক এবং বিএনপির জনপ্রিয়তা আরও বাড়ুক। আমি আপনাদের পাশে থেকে একজন কর্মী হিসেবে কাজ করে যেতে প্রস্তুত।

সভায় সোনারগাঁ বিএনপির শতাধিক তৃণমূল নেতাকর্মী উপস্থিত ছিলেন।