বন্দরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত


Better Narayanganj প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৫, ৪:১০ অপরাহ্ন / ১০০০
বন্দরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের বন্দরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর উপজেলা শাখা। রোববার (২৩ মার্চ) বিকেলে বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজনে অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর উপজেলা শাখার আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী সভাপতিত্ব করেন। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারী আবু সাঈদ মো. মুন্না ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর থানা সাবেক আমীর ডা. শহিদুল ইসলাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর উপজেলা সেক্রেটারী আরিফুর রহমান এর সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সমাজ সেবক ও বিএনপি নেতা মো. মোস্তাকুর রহমান, বিএনপি নেতা রুহুল আমীন, বিএনপি নেতা মো. সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা মো. জয়নাল আবেদীন, বিএনপি নেতা মো. ইস্রাফিল ফরার্য়েজী, বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা মো. কবির হোসেন, বন্দর প্রেসক্লাবের সহ সভাপতি মেহেবুব হোসেন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, বন্দর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জি.এম. সুমন, বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, বন্দর প্রেসক্লাবের প্রচার সম্পাদক শাহ জামাল, বন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, বন্দর প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক দ্বীন ইসলাম দীপু, বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি নূর জ্জামান মোল্লা, বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দিন, বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য লতিফ রানা, বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য আরিফ হোসেন কনক, বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য ইকবাল হোসেন, দৈনিক সময়ের কাগজের জেলা প্রতিনিধি মো. ইব্রাহীম, সিএনএন বাংলা জেলা প্রতিনিধি এস.এম. শাহীন, দৈনিক সংগ্রাম পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মো. জয়নাল আবেদীন, দৈনিক আজকের নীর বাংলা পত্রিকার প্রতিনিধি বিল্লাল হোসেন।