মুক্তিযুদ্ধের আওয়ামী মিথ্যা ইতিহাস তরুণরা গ্রহণ করেনি : মামুন মাহমুদ


Better Narayanganj প্রকাশের সময় : জুন ১৪, ২০২৫, ৩:২৭ অপরাহ্ন / ১০০০
মুক্তিযুদ্ধের আওয়ামী মিথ্যা ইতিহাস তরুণরা গ্রহণ করেনি : মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল।

তারপর আপামর জনসাধারণ পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন। তারপর নয় মাস যুদ্ধের মাধ্যমে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হলো। সেই ইতিহাস গত ১৫ বছরে আওয়ামী লীগ মুছে ফেলার চেষ্টা করেছে।

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক বানিয়ে পাঠ্যপুস্তকে মিথ্যা ইতিহাস লিখে নতুন প্রজন্মকে শেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু নতুন প্রজন্ম তাদের মিথ্যা ইতিহাস গ্রহণ করেনি।  ২৪ এর জুলাইয়ে গণ-অভ্যুত্থানে এই তরুণ প্রজন্ম বড় ভূমিকা পালন করেছে।

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের  গোদনাইল মীরপাড়া এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে অধ্যাপক মামুন মাহমুদ এসব কথা বলেন।

বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুদ্দিন শেখ, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মাসুদ প্রদান, সাংবাদিক তরিকুল ইসলাম নয়ন প্রমুখ।