সিদ্ধিরগঞ্জ থানা জাসাস’র ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন


Better Narayanganj প্রকাশের সময় : জুন ১৫, ২০২৫, ৯:২০ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জ থানা জাসাস’র ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ১১ সদস্য বিশিষ্মিটি গঠন করা হয়েছে।

রোববার (১৫ জুন) সন্ধ্যায় নগরীর উকিলপাড়াস্থ মহানগর জাসাসের দলীয় কার্যালয়ে এক সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি।

নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীম আহমেদ ঢালী এবং সদস্য সচিব করা হয়েছে মো. আকাশ প্রধানকে।

কমিটির অন্য সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক মো. নাঈম হোসেন, মো. আব্দুল হাই, সদস্য মিয়া মো. আব্দুল্লাহ মুজিব, ডিএইচ বাবুল, জিএম স্বাধীন, শাহীন চৌধুরী, মো. জুয়েল আহমেদ, মো. সোহেল রানা ও মো. শফিউল আলম সুমন।

নবগঠিত এ কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।