২৮ জুন মহাসমাবেশ সফল করার আহ্বান মুফতি মাসুম বিল্লাহর


Better Narayanganj প্রকাশের সময় : জুন ২৬, ২০২৫, ৮:২৭ অপরাহ্ন / ১০০০
২৮ জুন মহাসমাবেশ সফল করার আহ্বান মুফতি মাসুম বিল্লাহর

প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আগামী ২৮ জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশের ডাক দিয়েছেন হযরত পীর সাহেব চরমোনাই। একইসঙ্গে দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদ জানাতে এ সমাবেশ আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনার চত্বরসহ শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন,  এসব দাবি এখন শুধুমাত্র একটি দলের নয়, বরং তা গণমানুষের দাবিতে রূপ নিয়েছে। তাই জাতীয় মহাসমাবেশ সফল করা আমাদের দায়িত্ব।

তিনি আরও বলেন,  এই আন্দোলন শুধু ইসলামী আন্দোলনের নয়, এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সমাবেশে যোগ দিতে হবে।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন— নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, শ্রমিক আন্দোলনের নগর সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, যুব আন্দোলনের নগর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি সোহেল প্রধান প্রমুখ।

নগর সেক্রেটারি সুলতান মাহমুদ বলেন, ২৮ জুনের এই মহাসমাবেশ হবে বাতিল শক্তির মুখোশ উন্মোচনের দিন। আমরা সেদিন ঘোষণা দিতে চাই— ইসলামই আমাদের পরিচয়, রাসূল (সা.) এর আদর্শই আমাদের পথ এবং ইসলামী শাসন ব্যবস্থাই আমাদের লক্ষ্য।