স্বাধীনতা দিবসে যথাযোগ্য মর্যাদায় বীর শহীদ-মুক্তিযোদ্ধাদের স্মরণ


Better Narayanganj প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৫, ৮:৩৮ পূর্বাহ্ন / ১০০০
স্বাধীনতা দিবসে যথাযোগ্য মর্যাদায় বীর শহীদ-মুক্তিযোদ্ধাদের স্মরণ

মহান স্বাধীনতা দিবসে যথাযোগ্য মর্যাদার সাথে একাত্তরের রণাঙ্গণে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছে নারাযণগঞ্জবাসী৷ দিনজুড়ে ছিল মুক্তিযুদ্ধের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সরকারি-বেসরকারি উদ্যোগে আলোচনা সভা, দোয়ার আয়োজন৷

বুধবার (২৬ মার্চ) ভোরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করে জেলা প্রশাসন৷

পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা চাষাঢ়ায় বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন৷

জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন পুলিশ বাহিনীর সদস্যরা৷

এরপর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, নাগরিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে৷

সকালে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন৷ শ্রদ্ধা জানিয়েছে মহানগর বিএনপির নেতারাও৷

এছাড়া, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, নারায়ণ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়৷

স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘদিন পর নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে বাধাহিনভাবে কর্মসূচি পালন করতে দেখা যায়। অন্যান্য বছরগুলোতে এসব জাতীয় বা দলীয় কোনো দিবসই তারা শংকা বা বাধাহীনভাবে পালন করতে পারেনি বলে জানান দলীয় নেতাকর্মীরা। বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে নেতাকর্মীরা চাষাড়া বিজয় স্তম্ভে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করেন।

এছাড়া, বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষজনও শ্রদ্ধাঞ্জলি জানান৷