বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর বিএনপির নেতা ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
রোববার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি।
এসময় নতুন বাংলা বছরে সকলকে সাথে নিয়ে নারায়ণগঞ্জকে নতুন ভাবে সাজিয়ে সুন্দর নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।
খোরশেদ বলেন, “বাঙালি জাতি যেমন নতুন বছরকে আনন্দ-উৎসবে বরণ করছে, ঠিক তেমনি বিশ্বে গাজায় চলছে মানবিক বিপর্যয়ের করুণ দৃশ্য। সেখানে একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা চলছে। শিশুদের ক্ষুধা, চিকিৎসার অভাব, পানির সংকট, এবং মৃত্যু যেন প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। বিএনপি এর তীব্র নিন্দা জানায়। এই বিভীষিকার বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে।
আপনার মতামত লিখুন :