পারভেজ হত্যার প্রতিবাদে সদর থানা ছাত্রদলের মানববন্ধন


Better Narayanganj প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৫, ৩:০৮ অপরাহ্ন / ১০০০
পারভেজ হত্যার প্রতিবাদে সদর থানা ছাত্রদলের মানববন্ধন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদল।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন সাদিকের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত করেন।

মানববন্ধনে বক্তারা ছাত্রদল নেতা জাহিদুল হাসান পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন। এ সময় তারা আরও উল্লেখ করেন ভবিষ্যতে যেন এ রকম ঘটনার আর পুনরাবৃত্তি না হয়।

মানববন্ধনে সদর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাদিক বলেন, ‘যদি আওয়ামী লীগ-ছাত্রলীগের দৃষ্টান্তমূলক বিচার না করা হয়, তাহলে পারভেজ হত্যার মতো ঘটনা ঘটতে থাকবে।

আমরা দেশের মানুষের নিরাপদ জীবন চাই, এই বাংলাদেশে আওয়ামী লীগ-ছাত্রলীগের হাত ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কোন সন্ত্রাসীদের পুনর্বাসন আমরা মেনে নিবো না।’