প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদল।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন সাদিকের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত করেন।
মানববন্ধনে বক্তারা ছাত্রদল নেতা জাহিদুল হাসান পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন। এ সময় তারা আরও উল্লেখ করেন ভবিষ্যতে যেন এ রকম ঘটনার আর পুনরাবৃত্তি না হয়।
মানববন্ধনে সদর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাদিক বলেন, ‘যদি আওয়ামী লীগ-ছাত্রলীগের দৃষ্টান্তমূলক বিচার না করা হয়, তাহলে পারভেজ হত্যার মতো ঘটনা ঘটতে থাকবে।
আমরা দেশের মানুষের নিরাপদ জীবন চাই, এই বাংলাদেশে আওয়ামী লীগ-ছাত্রলীগের হাত ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কোন সন্ত্রাসীদের পুনর্বাসন আমরা মেনে নিবো না।’
আপনার মতামত লিখুন :